আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চিনের প্রভাব : সূচনা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আন্তর্জাতিক রাজনীতির পক্ষে এশিয়ার মানচিত্রে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা চিনে কমিউনিস্ট শাসনব্যবস্থার পত্তন (১৯৪৯ খ্রি., ১ অক্টোবর)। পুঁজিবাদ, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ-এর কবল থেকে মুক্ত হয়ে কমিউনিস্ট রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে চিন এশিয়াতে তথা বিশ্বরাজনীতিতে ভারসাম্য আনে। ঐতিহাসিক ফ্রিডমানের মতে—আধুনিককালের আন্তর্জাতিক ঘটনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল কমিউনিস্টদের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতীয় শক্তিরূপে চিনের অভ্যুদয় । সাম্যবাদী শিবিরের শক্তিবৃদ্ধি: বিশ্বের দ্বিমেরুকরণ রাজনীতিতে চিনের উত্থান সাম্যবাদী শিবিরে প্রবল শক্তিবৃদ্ধি ঘটায়। চিন ও বিশ্বের অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী সমাজতান্ত্রিক শিবির গঠন করে। চিয়াং-কাই-শেকের শাসনকালে তাঁর ওপর যুক্তরাষ্ট্রের একটা পরোক্ষ আধিপত্য ছিল। কিন্তু পরবর্তীকালে মার্শাল এইড্ বা অন্য কোনো মার্কিন সাহায্য ছাড়াই কমিউনিস্ট চিন বিশ্বরাজনীতিতে এককভাবে মাধ্য তুলে দাঁড়াতে সক্ষম হয়। এই কারণেই কোরিয়া, ভিয়েতনাম বা অন্যান্য দেশের সমস্...